দর্শনা অফিস: জীবননগর উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন জেলা বিএনপির অন্যতম নেতা ইঞ্জিনিয়ার মোখলেসুর রহমান তরফদার টিপু। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে দর্শনা পুরাতন বাজারস্থ বাসভবনে জীবননগর উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে জাতীয় সংসদ সদস্য নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির অন্যতম নেতা ইঞ্জিনিয়ার মোখলেসুর রহমান তরফদার টিপু বলেন, জাতীয় সংসদ সদস্য নির্বাচন আসন্ন। এ নির্বাচনে ধানের শীষ প্রতিকে ভোট দেয়ার জন্য মাঠ পর্যায়ে সকলকে কাজ করতে হবে নিরলসভাবে। নিজের মধ্যে কোনো প্রকার অন্তর্দ্বন্দ্ব থাকলে তা ভুলে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার হাতকে আরও শক্তিশালী করতে হবে। মনে রাখবেন এখন সময় যুব ও ছাত্রদের ঐক্যবদ্ধ হওয়ার। তাই এসময় কাজে লাগাতে হবে। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে যুব ও ছাত্রদলকে লড়তে হবে। যুবদল নেতা আবুল হোসেন তোয়ার সভাপতিত্বে আলোচনা করেন যুবদল নেতা দোজা উদ্দিন, সেলিম মেম্বার, পলাশ, রাজা, ফিরোজ, শান্ত, আলমগীর, সুলতান, মতিয়ার, শফি, ছাত্রদল নেতা রাজিব, হাসান, আশরাফুল, রয়েল, ভূট্ট, বাপ্পা, রাজ, মেহেদী, বুরহান, আলমগীর, ইবাদুল, শরীফ, রুবেল, সাজ্জাদ, ইদ্রিস, সুমন, বাপ্পি, ডালিম, মনিরুল, নাহিদ, মোমিন, জাহিদ, মোনাজিত, ফারুক প্রমুখ।