চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে পথসভা ও দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় কালে নজরুল মল্লিক
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদরের তিতুদহ ও গড়াইটুপি ইউনিয়নের বিভিন্ন জায়গায় গতকাল শনিবার বিকেল ৪টার দিকে জেলা আ.লীগের সহসভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী নজরুল মল্লিক পথসভা এবং দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন। এসময় তিনি বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়ন করতে হলে সোনার মানুষের দরকার। সে সব মানুষের আজ বড়ই অভাব। যারা দলের ওপর ভর করে নিজেদের আখের গোছাচ্ছেন সে সমস্ত নেতাদের দিয়ে মানুষের কল্যাণ হতে পারে না। তাই আসুন আগামী জাতীয় নির্বাচনে সৎ এবং যোগ্য ব্যক্তিদের বেছে নেই। দল কারো একার নয়। তাই মানুষের কল্যাণে কাজ করার জন্য ছুটে এসেছি। আমার ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া নেই। দলে এখন হাইব্রিড নেতাদের ভিড়ে প্রকৃত আ.লীগের নেতা কর্মীরা লাঞ্চিত বঞ্চিত। এভাবে বেশি দিন চলতে দেয়া যায় না। তাই সকল প্রকার ষড়যন্ত্র থেকে নিজেদেরকে মুক্ত করতে হবে। আর এর জন্য প্রয়োজন সৎ ও যোগ্য নেতৃত্ব। তাই দলীয় অসহায় নেতা কর্মীদের মূল্যায়ন করতে ছুটে এসেছি। আপনারা আমার পাশে থাকলে জীবনের বাকি সময়টুকু আপনাদের সেবক হয়ে কাটাতে চাই। দুর্নীতি করে নিজের আখের গোছাতে চাই না। এসময় নজরুল মল্লিকের সাথে ছিলেন, জীবননগর উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, আ.লীগ নেতা আব্দুর রহমান, জাকির হোসেন, মিজানুর রহমান নেনু, মীর মকলেছুর রহমান টজো, রাজা মিয়া, শহিদুল ইসলাম, আ.খালেক মাস্টার, সাইদুর রহমান মাস্টার, যুবলীগ নেতা কাজি সামসুর রহমান চঞ্চল, রাশেধীন ও সাহাবুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন আ.লীগ নেতা শুকুর আলী, জাহিদুল ইসলাম জাহিদ, আব্দুস সাত্তার, জিন্নাত আলী, হাশেম, গোলাম রসুল, জাকির মাস্টার, রমজান আলী, শাহাবুদ্দীন মাস্টার, বীরমুক্তিযোদ্ধা দুখী ম-ল, আকছেদ আলী, আলাউদ্দীন, যুবলীগ নেতা আজমুল, ডাক্তার জাহাঙ্গীর, বোরহান, রুহুল, হাসিবুল, হামিদ, জলিল প্রমুখ। নজরুল মল্লিক ইউনিয়নের গোলাপনগর, খাড়াগোদা, গড়াইটুপি, সড়াবাড়িয়াসহ বিভিন্ন জায়গায় পথসভা করেন।