আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৬ পিস প্যাথেডিন ও দেড়শ’ গ্রাম গাঁজাসহ ৩ জনকে আটক করেছে। গতকাল শনিবার বিকেলে আলমডাঙ্গা বাজার থেকে প্যাথেডিন ব্যবসায়ী আশাবুল ও আইলহাস ইউনিয়নের মোকামতলা থেকে গাঁজা ব্যবসায়ী খালিদ ও মতিয়ারকে আটক করে।
জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার থানাপাড়ার জমজম মোল্লার ছেলে আশাবুল হক দীর্ঘদিন ধরে মাদকব্যবসা করে আসছে। আশাবুল হেরোইন, ইয়াবা, প্যাথেডিনসহ সবধরনের মাদক বিক্রি করে। গতকাল শনিবার বিকেলে আলমডাঙ্গা বাজারে প্যাথেডিন বিক্রিকালে আলমডাঙ্গা থানার এএসআই নাজমুল ও এএসআই সাইফুল তাকে আটক করে। সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এএসআই নাজমুল ও এএসআই সাইফুল আইলহাস ইউনিয়নের মোকামতলা গ্রামের মাঠে অভিযান চালায়। এসময় গাঁজা বিক্রিকালে মোকামতলা গ্রামের মৃত মোতালেবের ছেলে আব্দুল খালিদ ও আলিমদ্দিনের ছেলে মতিয়ারকে আটক করে। তাদের নিকট থেকে দেড়শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে ২টি মামলা দায়ের করা হয়েছে।