বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হিজলগাড়ী ক্যাম্প পুলিশ দোস্ত গ্রামে অভিযান চালিয়ে গাঁজাসেবনের সরঞ্জামসহ ৪ জনকে আটক করেছে। আটককৃতদের মালামালসহ চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
জানা গেছে, হিজলগাড়ী ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই আমিনুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাত পৌঁনে ১২টার দিকে মাদকবিরোধী অভিযান চালান দোস্ত গ্রামে। এসময় পুলিশ গ্রামের আশরাফ খাঁর ঘরের ভেতর থেকে বেগমপুর ইউনিয়নের দোস্ত গ্রামের ইদ্রিস খাঁর ছেলে জীবন খাঁ, সোনা মিয়ার ছেলে শাহ আলম, রহিম খাঁর ছেলে আসাদুল হক ও মুনছুর প্রধানের ছেলে নাসিরকে গাঁজাসেবনের সরঞ্জামসহ আটক করে। আটককৃত ৪ জনকে রাতেই চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করেছে পুলিশ।