স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার পারলক্ষ্মীপুরে পুর্বশত্রুতার জেরে শ্বশুরের ধারালো অস্ত্রের কোপে জামাই হাসিবুল ইসলাম রক্তাক্ত জখম হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে শ্বশুর একই এলাকার আকালে ম-লের ধারালো অস্ত্রের কোপে আহত হাসিবুল ইসলামকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা খাসকররা ইউনিয়নের পারলক্ষ্মীপুর ম-লপাড়ার আকিমুদ্দীনের ছেলে। এসময় হাসপাতালে হাসিবুল ইসলামের শয্যাপাশে থাকা তার পরিবারের লোকজন ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, বছর ছয়েক আগে আকালে ম-ল তার ছেলে স্বপনকে মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে ২ লাখ টাকা নেয় তার জামাই হাসিবুলের কাছ থেকে। জামাই-শ্বশুরের অনেক মনোমালিন্য ও পারিবারিক সালিস বৈঠকের পর এ টাকা ফেরত পায় হাসিবুল। এনিয়ে তাদের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। এরই একপর্যায়ে গতকাল শুক্রবার হাসিবুল ইসলাম যায় এলাকার কুড়ির মাঠে তার এক জমিতে পানি দিতে। হাসিবুলের জমির পাশেই তার শ্বশুর আকালে ম-লের জমি থাকার কারণে ওই জমির আইল ঘেষে পানি নেয় হাসিবুল। শ্বশুর তা মানতে নারাজ। নিজের জমির ওপর দিয়ে কোনোভাবেই পানি নিতে দেবেন না তিনি। আকালে ম-ল রাগে ক্ষোভে কাছে থাকা ধারালো অস্ত্র দা দিয়ে তার জামাই হাসিবুলকে এলোপাতাড়ি কোপাতে থাকে। হাসিবুল মাটিতে লুটিয়ে পড়লে আকালে ম-ল পালিয়ে যায়। স্থানীয় লোকজন হাসিবুলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।