স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার জাফরপুরের একটি পরিবারের মাদকব্যবসার কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে গ্রামবাসী। ওই পরিবারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে যুবসমাজ। গতকাল শুক্রবার জাফরপুরে প্রতিবাদসভা শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন তারা।
প্রতিবাদসভায় সভাপতিত্ব করেন বজলুর রহমান জোয়ার্দ্দার। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ আঙ্গুর। সভায় বক্তব্য রাখেন ইউনুস আলী জোয়ার্দ্দার, জামাল মালিতা, খন্দকার মতিয়ার রহমান টোটন, বকুল হোসেন রশিদ জোয়ার্দ্দার প্রমুখ। পরিচালনা করেন শাওন রেজা।
প্রতিবাদসভায় বক্তারা জানান, জাফরপুর গ্রামের খলিল খলিফা ও তার মেজ ছেলে মজনু খলিফা এবং তার স্ত্রী গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদকব্যবসা করে আসছে। যার ফলে এলাকার যুবসমাজ আজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। এ পরিবারটি বিগত ২০ বছর ধরে মাদকব্যবসা চালিয়ে আসছে। মাঝে মাঝে মাদকদ্রব্যসহ পুলিশের কাছে ধরা পড়লেও জামিনে মুক্ত হয়ে আবারও তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে।