স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা জেলা সদরের শ্রীকোল বোয়ালিয়া স্কুলমাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় খেলায় অংশগ্রহণ করে হিজলগাড়ি একাদশ ও শ্রীকোল একাদশ। শ্রীকোল একাদশ ৫ রানে হিজলগাড়ি একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। শাহিবুর রহমান কাজলের সভাপতিত্বে খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন আরশাদ উদ্দীন। আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আহমেদ চন্দন, উসমান গনি, বিশ্বজিত সাহা, রফিক ডাক্তার, খালিদ মাহমুদ, রানা মিয়া, জাহিদ হাসানসহ আরও অনেকে।