স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় শিক্ষক লুৎফর রহমান চৌধুরী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন। গতকাল শুক্রবার ফাইনালে কোর্টপাড়া জুভেন্টার্স ক্লাবকে ৫১ রানে হারিয়ে ভিমরুল্লা স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের রাজ ম্যান অব দ্য ম্যাচ ও টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন সবুজ। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।