শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি বাংলাদেশ ও শ্রীলঙ্কা

স্টাফ রিপোর্টার: ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শুরু থেকেই দাপট দেখানো টাইগাররার প্রথমবারের মতো ত্রিদেশীয় সিরিজের শিরোপা জয়ের জন্যই মাঠে নামবে জানালেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ফাইনালে ভালো ক্রিকেট খেলে শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী শ্রীলঙ্কাও। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও শ্রীলঙ্কার শিরোপা নির্ধারণী ম্যাচটি আজ শুরু হবে দুপুর ১২টায়।

ত্রিদেশীয় সিরিজ দিয়েই এ বছর নিজেদের ক্রিকেটে যাত্রা শুরু করে বাংলাদেশ। টুর্নামেন্টের শুরু থেকেই ব্যাট-বল হাতে দাপট দেখায় বাংলাদেশের খেলোয়াড়রা। লিগ পর্বে প্রথম দুই ম্যাচ বড় ব্যবধানে জিতে বোনাস পয়েন্ট নিয়ে ফাইনালের টিকেট পেয়ে যায় বাংলাদেশ।