রিপন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে মেহেরপুর ইমন স্মৃতি সংঘ জয়ী

 

মেহেরপুর অফিস: গতকাল শুক্রবার বিকেলে মেহেরপুর ঘাটপাড়া ক্রীড়াচক্রের উদ্যোগে বোসপাড়ামাঠে অনুষ্ঠিত রিপন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে মেহেরপুর ইমন স্মৃতি সংঘ ৫৫ রানে জয় পেয়েছে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ইমন স্মৃতি সংঘ নির্ধারিত ১২ ওভারের খেলায় ৪ উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে মনিরুল সর্বোচ্চ ৯৩ রান করেন। মেহেরপুর শেখপাড়া একাদশের টিটিচ ২টি উইকেট লাভ করেন।

জবাবে খেলতে নেমে শেখপাড়া একাদশ ১০ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ১১৮ রান করে। দলের পক্ষে টিটিচ সর্বোচ্চ ৫৩ রান করেন। ইমন স্মৃতি সংঘের মনিরুল ৫ উইকেট লাভ করেন। ৫টি উইকেট লাভসহ ব্যক্তিগত ৯৩ রান করায় বিজয়ী ইমন স্মৃতি সংঘের মনিরুল ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন।