মধ্যমাঘেই বসন্তের আমেজ : শীতবস্ত্র বিতরণ অব্যাহত

স্টাফ রিপোর্টার: মাঘের মধ্যভাগেই কি বিদায় নিলো শীত? গত দুদিনের সূর্যের প্রখরতা আর গাছের পাতা ঝরা বাতাস যেনো ফাগুনের আগাম হাজিরেরই পূর্বাভাস দিচ্ছে। পূর্বাভাসে উত্তরবঙ্গে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানালেও দেশের অধিকাংশ এলাকায় তা প্রশমিত হয়েছে। মাঝরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার সম্ভাবনা রয়েছে। ওপরদিকে শীত বিদায় নিতে না নিতেই দেশের সর্বোচ্চ তাপমাত্রা গতকাল যশোরে ২৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। যশোরে ২৮ দশমিক ২ ও সর্বনি¤œ রাজাহাটে ১০ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। চুয়াডাঙ্গা সর্বনি¤œ ১১ দশমিক ৬ ও সর্বোচ্চ ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এদিকে শীতার্তদের দুর্ভোগ লাঘবে গতকালও বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মরসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা (১-৩) ডিগ্রি সে. হ্রাস পেতে পারে এবং দেশের উত্তরপশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন নেই।
দর্শনা অফিস/বেগমপুর প্রতিনিধি জানিয়েছেন, মাসব্যাপি শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে। জেলা বিএনপির অন্যতম, আসন্ন জাতীয় সংসদ সদস্য নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি নেতা ইঞ্জিনিয়ার মোখলেসুর রহমান তরফদার টিপুর পক্ষ থেকে দলীয় নেতাকর্মীরা এ কর্মসূচি চলামান রেখেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের বেগমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তিতুদহ ইউনিয়নের বলদিয়া মাদরাসা চত্বরে দুটি ইউনিয়নের শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বিএনপি নেতা মশিউর রহমান মিলন ও আলী আকবরের সভাপতিত্বে পৃথক দুটি সভায় উপস্থিত ছিলেন, দর্শনা পৌর বিএনপির সভাপতি রহম আলী, সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম খোকন, সহসভাপতি ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, বিএনপি নেতা রফিকুল আলম, মুহিত জোয়ার্দ্দার, নাসির উদ্দিন খেদু, সেলিম রেজা, শাজাহান, নাজমুল, নজরুল ইসলাম, আবুল কাশেম, জাকারিয়া বিশ্বাস, জিয়াউর রহমান, আজিমুদ্দিন, জালাল উদ্দিন, আমির হোসেন, মুকুল, আব্দুল লতিফ, রুবেল, জামাল, রহিম, আসলাম উদ্দিন, আব্দার হোসেন, ফারুক, আশরাফ, আব্দুল হাই, নওশাদ, গোলাম, আবুল, যুবদল নেতা সোহেল তরফদার, আব্দুস সাত্তার সরদার প্রমুখ।
জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগর পৌরসভার ৯টি ওয়ার্ডের অসহায় ও হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। জেলা আওয়ামী লীগের সহসভাপতি আগামী সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামী লীগ হতে মনোনয়ন প্রত্যাশি ব্যবসায়ী নজরুল মল্লিক নিজ উদ্যোগে গতকাল বৃহস্পতিবার প্রায় সহ¯্রাধিক অসহায় ও হতদরিদ্র নারী-পুরুষের হাতে এ কম্বল তুলে দেন।
দুপুরে দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ নেতা নজরুল মল্লিক দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান মাস্টার, হাসাদাহ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক মাস্টার, বাঁকা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জাকির হোসেন, মিজানুর রহমান নেনু, আন্দুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মীর মকলেছুর রহমান টজো, মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রাজা মিয়া, শহিদুল ইসলাম মেম্বার, আসাদুল হক, রহুল আমিন রনু, পৌর আওয়ামী লীগের ওয়ার্ড নেতা আমির হোসেন বুড়ো, আব্বাস বিডিআর, যুবলীগ নেতা কাজি সামসুর রহমান চঞ্চল, প্রজন্মলীগ নেতা আমিনুর রহমান, বিল্লাল হোসেন, মুন্সী মিলন মিয়া, নারী নেত্রী জেসমিন খাতুন, পাপিয়া খাতুন, ময়না খাতুনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।