আলমডাঙ্গা ব্যুরো: ঝড়-বৃষ্টি, গভীর রাত, ভোর-দুপুর কিংবা জরুরি মুহূর্তে ফোন করলেই পেঁৗঁছে যাবে অ্যাম্বুলেন্স। অসুস্থ রোগী, গর্ভবতী মা এবং শিশুকে দ্রুত নিকটতম স্বাস্থ্যসেবা কেন্দ্রে পৌঁছাতে অ্যাম্বুলেন্স’ সার্ভিসের উদ্বোধন করলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। গতকাল বৃহস্পতিবার আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হারদী চত্বরে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করেন। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজি খালেদুর রহমান অরুন। বক্তব্য রাখেন ডা. পারভীন সুলতানা, ডা. গোলাম সাইফ ফেরদৌস সজিব, ডা. শারমীন, ডা. নাজমুল হক, ডা. হারুন অর রশিদ, ডা. খন্দকার তরিকুল ইসলাম, ডা. সেলিম রেজা, ডা. মায়া ও ডা. খাদিজা।