আলমডাঙ্গা ব্যুরো: আদমব্যবসায়ী ছেলের অপরাধে বাড়ি থেকে পিতাকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে মধুপুরের লিয়াকত আলী গং’র বিরুদ্ধে। পরে পুলিশ গিয়ে নির্যাতনের শিকার বৃদ্ধ মুক্তার আলীকে উদ্ধার করে।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার মধুপুর গ্রামের মুক্তার আলী সর্দ্দারের ছেলে আক্তার আলী মালয়েশিয়া প্রবাসী। আক্তার আলী একই গ্রামের লিয়াকত আলীর ছেলে জুয়েল রানাকে বিদেশ নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে। কিন্তু জুয়েল রানাকে বিদেশে নিয়ে যায়নি। এমনকি টাকাও ফেরত দেয়নি। এ ঘটনায় ক্ষুদ্ধ হয়ে গতপরশু বুধবার সন্ধ্যায় জুয়েল রানার পিতা লিয়াকত আলী, একই গ্রামের মৃত কাঠি মল্লিকের ছেলে আবুল ম-ল, মৃত নিজাম উদ্দীনের ছেলে জিয়া ও মৃত শামসুদ্দীন ম-লের ছেলে আনার আক্তার আলীর বৃদ্ধ অসুস্থ পিতা মুক্তার আলীকে বাড়ি থেকে তুলে গ্রামের বাজারে নিয়ে যায়। সেখানে তাকে পিটিয়ে জখম করে আটকে রাখে। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হারদী হাসপাতালে নিয়ে ভর্তি করে। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।