মেহেরপুর অফিস: মেহেরপুর এফসিবি ক্লাবের উদ্যোগে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়মাঠে অনুষ্ঠিত এফসিবি মিনি ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলায় মেহেরপুর কলেজমোড় একাদশ জয়লাভ করেছে। গতকাল শুক্রবার অনুষ্ঠিত খেলায় কলেজমোড় একাদশ ৮-১ গোলে সদর উপজেলার গোভীপুর একাদশকে পরাজিত করে। বিজয়ী কলেজমোড় একাদশের সাঈদ ৫টি, মিন্টু ২টি ও কারিম ১টি করে গোল করেন। বিজিত গোভীপুর একাদশের সবুজ ১টি মাত্র গোল করেন। খেলা পরিচালনা করেন সেলিম।