জীবননগর ব্যুরো: জীবননগরে এক স্ত্রীকে নিয়ে দু’স্বামীর রশি টানাটানির ঘটনা ঘটেছে। ঘটনার একপর্যায়ে তালাক দেয়া হয়েছে দ্বিতীয় স্বামী মিঠুকে। গত বুধবার জীবননগর বাসস্ট্যান্ডের একটি পরিবহন কাউন্টারে এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণে জানা গেছে, জীবননগর উপজেলার কয়া গ্রামের রবিউল ইসলামের স্ত্রী ২ সন্তানের জননী রিনা খাতুন পাবনা জেলা সদরের মহিন্দ্রপুর গ্রামের ইসমাইল শেখের ছেলে ৩ সন্তানের জনক মিঠুর সাথে মোবাইলে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। দীর্ঘ ১ বছরের পরকীয়ার একপর্যায়ে মিঠুকে বিয়ে করতে গত ১১ জানুয়ারি রিনা খাতুন ঘর ছাড়েন। ২ সন্তানকে নিয়ে চরম বিপাকে পড়েন স্বামী রবিউল ইসলাম। ঘরে স্বামী রেখে ঢাকাতে গিয়ে মিঠুকে দ্বিতীয় বিয়ে করেন রিনা। দ্বিতীয় স্বামীকে নিয়ে পিতার বাড়িতে গত মঙ্গলবার বেড়াতে আসেন রিনা। একদিনের ভ্রমণ শেষে ঢাকায় ফিরে যেতে গত বুধবার তারা জীবননগর রয়েল এক্সপ্রেস কাউন্টারে উপস্থিত হন। এ খবর পেয়ে দু’সন্তানকে নিয়ে কাউন্টারে ছুটে আসেন প্রথম স্বামী রবিউল। স্ত্রী রিনাকে বাড়ি ফিরিয়ে নিতে হাত ধরে শুরু করেন টানাটানি। এসময় দ্বিতীয় স্বামী মিঠুও রিনাকে স্ত্রী দাবি করে অপর হাত ধরে রাখে। উভয়ের মধ্যে শুরু হয় টানাটানি ও বাগবিত-া। এসময় সেখানে উৎসুক জনতার ভিড় জমতে থাকে। খবর পেয়ে একপর্যায়ে গ্রামের মাতব্বররা ছুটে আসেন। স্থানীয় নেতাদের নিয়ে তাৎক্ষণিকভাবে বসেন সালিসে। সালিসের রায়ে রিনা দ্বিতীয় স্বামী মিঠুকে তালাক প্রদান করে ২ সন্তানকে নিয়ে প্রথম স্বামী রবিউলের হাত ধরে কয়া গ্রামে ফিরে যান। অন্যদিকে দ্বিতীয় স্বামী মিঠু শ্বশুরবাড়িতে হানিমুনে এসে বউকে খুইয়ে ঢাকায় ফিরে যান।