আন্দুলবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শামসুজ্জোহার বহিষ্কারাদেশ প্রত্যাহার

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়ন যুবলীগের বহিষ্কৃত সভাপতি শামসুজ্জোহার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা যুবলীগের একাংশের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত পত্রে এ খবর নিশ্চিত করা হয়েছে।
নৈতিক শৃঙ্খলা ভঙের অভিযোগে জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শামসুজ্জোহাকে গত বছর সভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়। তার এ বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য সম্প্রতি তিনি উপজেলা যুবলীগ বরাবর একটি আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে উপজেলা যুবলীগের গত ৮ জানুয়ারি অনুষ্ঠিত সভায় জোহার বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ স্বপদে পুনর্বহাল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরই আলোকে উপজেলার যুবলীগের একাংশের সভাপতি শামীম ফেরদৌস ও সাধারণ সম্পাদক কাজি সামসুর রহমান চঞ্চল স্বাক্ষরিত পত্রে জোহার বহিষ্কারাদেশ প্রত্যাহার ও স্বপদে পুনর্বহালের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।