জীবননগর মনোহরপুরে জনসচেতনামূলক সভা

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার মনোহরপুর জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার মনোহরপুর ইউনিয়ন প্রবীণ কমিটি ও ওয়েভ ফাউন্ডেশন যৌথভাবে পিতা-মাতার প্রতি দায়িত্ব ও কর্তব্য শীর্ষক এ জনসচেতনতামূলক সভার আয়োজন করে।
মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে মনোহরপুর প্রবীণ কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা বদরউদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মনোহরপুর ইউপি নবনির্বাচিত চেয়ারম্যান সোহরাব হোসেন খান। পিতা-মাতার প্রতি দায়িত্ব ও কর্তব্য এবং প্রবীণ জনগোষ্ঠীর প্রতি শ্রদ্ধাবোধ, সুবিধা-অসুবিধার করণীয় বিষয় তুলে ধরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল কবির, মনোহরপুর ইউনিয়ন প্রবীণ কমিটির সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন, সহসভাপতি আশরাফ আলী, সাবেক সেনা কর্মকর্তা মুজিবুর রহমান, শিক্ষক অহিদুল হক, মনোহরপুর ইউনিয়ন সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী নূরুল মোমেন রইচ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশনের উপসমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ। প্রবীণ জনগোষ্ঠীর জীবন মানোন্নয়ন কর্মসূচির ফরহাদ হোসেন টিটনের সঞ্চালনায় সভায় উপস্থিত শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন অষ্টম শ্রেণির ছাত্রী মাবিয়া খাতুন।