জীবননগর ব্যুরো: জীবননগর থানার অফিসার ইনচার্জ এনামুল হক বদলি হয়েছেন। গতকাল বৃহস্পতিবার তিনি চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ ডিবিতে ইন্সপেক্টর হিসেবে যোগদান করেছেন। অপরদিকে জীবননগর থানার নবাগত অফিসার ইনচার্জ হিসেবে যোগ দিয়েছেন ইন্সপেক্টর মাহমুদ।
ওসি মাহমুদ ভোলা জেলার বোরহানউদ্দিন থানা থেকে বদলি হয়ে জীবননগর থানাতে যোগদান করলেন। ১ কন্যা সন্তানের জনক বরিশালের মুলাদি উপজেলার কৃতিসন্তান মাহমুদ একজন চৌকস পুলিশ অফিসার। তিনি এ উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকরণসহ মাদক চোরাচালান প্রতিরোধে কাজ করবেন। এ জন্য তিনি উপজেলাবাসীর সহযোগিতা কামনা করেছেন।