ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে উপজেলা পর্যায়ে শিশু কিশোরদের অংশগ্রহণে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নৃত্য ও গানের প্রতিযোগিতার আয়োজন করা হয়। সদর উপজেলার ৩০টি বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী ৩টি ক্যাটাগরিতে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। দিনব্যাপি প্রতিযোগিতা শেষে রাতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুসতাক আহম্মেদ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড. খান মো. মনিরুজ্জামান, সহকারী শিক্ষা অফিসার শিমুল রানা, প্রবীর কুমার কানজিলাল, সুধাংশ শেখর বিশ্বাস, সুর নিকেতন সঙ্গীতালয়ের অধ্যক্ষ জাকির হাসান রুমী প্রমুখ।