ভালাইপুর প্রতিনিধি: আলমডাঙ্গার গাংনী গ্রামে গত বুধবার দিনগত রাত ৩টার দিকে ঘরের গ্রিল খুলে সিড়ি ঘরের নিচ থেকে একটি ডিসকভারি-১০০ সিসি মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে চোরের দল। চুরির বিষয়ে আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
জানা গেছে, আলমডাঙ্গার গাংনী ইউনিয়নের গাংনী গ্রামের এরশাদ আলীর ছেলে মিজানুর রহমান অন্যান্য দিনের মতো ডিসকভারি-১০০ সিসি মোটরসাইকেলটি সিড়ি ঘরের নিচে তালা বদ্ধ করে রেখে ঘুমিয়ে পড়ে, ভোরের দিকে উঠে দেখেন মোটরসাইকেটি নেই। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে দিশেহারা হয়ে আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করেন। এদিকে গাংনী গ্রামবাসী অভিযোগ করে বলেন, এ ইউনিয়নে একই কৌশলে কয়েকটি মোটরসাইকেল চুরি হয়েছে, আসলে এ চোরচক্র কারা, প্রশাসনের উচিত বিষয়টি খতিয়ে দেখা।