আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার কৃতিসন্তান অতিরিক্ত আইজিপি মীর শহিদুল ইসলাম পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধানের দায়িত্ব পেলেন। গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে স্পেশাল ব্রাঞ্চের প্রধান হিসেবে এ বদলির আদেশ দেয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ ইলিয়াস হোসাইন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, মীর শহিদুল ইসলামকে অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক হিসেবে এসবিতে স্থানান্তর করা হয়। একই সাথে অতিরিক্ত আইজিপি আব্দুস সালামকে অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক হিসেবে শিল্পাঞ্চল পুলিশে স্থানান্তর করা হয়েছে।
উল্লেখ্য, আলমডাঙ্গার ২ কৃতিসন্তান মীর শহিদুল ইসলাম ও মোহাম্মদ শফিকুল ইসলাম গত ৩ মাস পূর্বে অতিরিক্ত আইজিপি (অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক) পদে পদোন্নতি পেয়েছেন। গত ১৮ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত এক পরিপত্র প্রকাশের মাধ্যমে তাদের পদোন্নতির বিষয়টি নিশ্চিত করে। মীর শহীদুল ইসলাম ও মোহাম্মদ শফিকুল ইসলামের বাড়ি আলমডাঙ্গা পৌর শহরে। মীর শহীদুল ইসলাম শহরের কলেজপাড়ার মৃত মীর আব্দুল আজিজের জ্যেষ্ঠ সন্তান এবং মোহাম্মদ শফিকুল ইসলাম শহরের গোবিন্দপুর গ্রামের দোয়ারপাড়ার মৃত শওকত মিয়ার ছেলে। তারা দুজনই সহপাঠী বন্ধু। দুজনই একই সাথে ১৯৭৮ সালে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৮০ সালে আলমডাঙ্গা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে শেরে বাংলা কৃষি ইউনিভার্সিটি থেকে দু’বন্ধুই অনার্স ও মাস্টার্স করেন। চিফ অব স্পেশাল ব্রাঞ্চ হওয়ার সংবাদ পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মীর শহীদুল ইসলাম বলেন, সারা জীবন সততা বজায় রেখে চাকরি করেছি। আগামী দিনেও যেন সম্মান অক্ষুন্ন রেখে সততার সাথে অর্পিত দায়িত্ব পালন করতে পারি, দেশের সেবা করতে পারি। সেজন্য আলমডাঙ্গাসহ দেশবাসীর দোয়া কামনা করছি।