মেহেরপুর মিডিয়া কাপ ব্যাডমিন্টনে আক্তার-শিশির জুটি চ্যাম্পিয়ন

মেহেরপুর অফিস: মেহেরপুর মিডিয়া কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টে আক্তার-শিশির জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। গত বুধবার সন্ধ্যা-রাতে মেহেরপুর বোসভিলা প্রাঙ্গণে অনুষ্ঠিত খেলায় আক্তার-শিশির জুটি ২-১ সেটে আলামিন-মাসুদ জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। এদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শের খান-শাকিল জুটি ২-০ সেটে কাজল-মুক্ত জুটিকে পরাজিত করেন। ১২ জুটির ৪ দিনের খেলায় শিশির ও উজ্জ্বল শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন। খেলা শেষে জেলা প্রশাসক পরিমল সিংহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আল আমিন হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. গোলাম রসুল, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রেজাউল করিম, জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব কেএম আতাউল হাকিম লাল মিয়া। পুরস্কার বিতরণের পূর্বে একই মাঠে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে জেলা প্রশাসক-পৌর মেয়র জুটি ২-০ সেটে পল্লী বিদ্যুতের জিএম-জেলা তথ্য অফিসার জুটিকে পরাজিত করেন। মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রুহুল কুদ্দুস টিটো, বর্তমান উপদেষ্টা তুহিন আরণ্য, কামরুজ্জামান খান, ইসলাম সাধারণ সম্পাদক রফিকুল আলমসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। পরে মেহেরপুর কমিউনিটি সেন্টারে এক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।