স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন বেগম খালেতা জিয়ার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির উদ্যোগে কেদারগঞ্জস্থ দলীয় কার্যালয়ে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. এমএম শাহজাহান মুকুল। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গার পৌর বিএনপির সভাপতি আওরঙ্গজেব বেল্টু, জেলা যুবদলের আহ্বায়ক খালিদ মাহমুদ মিল্টন, জেলা যুবদলের সদস্য সচিব সাইফুর রশীদ ঝন্টু, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজীব খাঁন, শাহজাহান খান, পৌর বিএনপির সহসভাপতি ইততাজ আলী, যুগ্ম সম্পাদক দেলোয়ার উদ্দিন দিনু, আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি একরামুল হক, পৌর ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ সেলিম, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হারুন আলী, জেলা তরুণদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, জেলা মহিলা দলনেত্রী নাসরিন খাতুন, জেলা যুবদল সদস্য আরিফ হোসেন, পৌর ছাত্রদল নেতা রনি বিশ্বাসসহ চুয়াডাঙ্গা জেলা বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।