স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা মালোপাড়া শ্রী শ্রী সার্বজনীন দুর্গা উৎসব ও কালী মন্দিরের আয়োজনে সরস্বতি পূজা উপলক্ষে বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাতে আয়োজিত উলুধ্বনি, সঙ্খ বাঁজানো, চেয়ার বদল, বালিশ বদলসহ নৃত্য প্রতিযোগিতা শেষে পুরস্কার বিরতণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী শ্রী সার্বজনীন দুর্গা উৎসব ও কালী মন্দিরের সভাপতি শ্যাম হালদার। প্রধান অতিথি ছিলেন প্রথমা একাদশ ক্লাবের আহ্বায়ক শ্রী তপন চ্যাটার্জী। বিশেষ অতিথি ছিলেন শ্রী শ্রী সার্বজনীন দুর্গা উৎসব ও কালী মন্দিরের সাবেক সাধারণ সম্পাদক কমল হালদার, প্রথমা একাদশ ক্লাবের সদস্য সচিব সুমন হালদার, বিষ্ণ হালদার, অরবিন্দ হালদার, উৎপল হালদার, আনন্দ হালদার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন নীলা কর্মকার, প্রভাতী শর্মা, সীমা হালদার, তাপসী শর্মা, সুধা হালদার ও শশি হালদার।