তোমাদের পরীক্ষার হাতেগোনা আর কিছুদিন বাকি। শেষ সময়ের প্রস্তু‘তি খুব গুরুত্বপূর্ণ। এ সময়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বেশি বেশি পড়বে। বিভিন্ন স্কুল টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো ভালোভাবে অনুসরণ করতে হবে। মডেল টেস্টের নামে চারিদিকে ছোটাছুটি না করে বাড়িতে মনোযোগ দিয়ে পড়াশোনা করলে বেশি ভালো হয়। এখন আর নতুন করে কিছু পড়ার সময় নেই। তাই আগের পড়াগুলো ভালোভাবে আত্মস্ত করতে হবে। তবে বেশি রাত জেগে পড়াশোনা করাও উচিত নয়।
পরীক্ষায় ভালো ফলাফল করার প্রথম শর্ত হ”েছ পরীক্ষার্থীকে সুস্থ’ থাকতে হবে এবং নিয়মিত পর্যাপ্ত খাওয়া-দাওয়া করতে হবে। অভিভাবকদের দিক থেকে সন্তানের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা উচিত নয়। পরীক্ষার হলে যাওয়ার আগে প্রয়োজনীয় সবকিছু নেয়া হয়েছে কিনা তা লক্ষ্য রাখতে হবে। পরীক্ষার্থীর সাথে বিশুদ্ধ খাবার পানি দেয়া উচিত। যেকোনো পরিস্থি’তির জন্য প্রস্তুত থাকতে হবে। ধীরস্থিরভাবে পরীক্ষা দেবে। এডমিট কার্ড পাওয়ার পর ফটোকপি করে রাখবে। হারিয়ে গেলেও যেন পরীক্ষার সময় হয়রানি হতে না হয়। অভিভাবকরা পরীক্ষার সময় শিক্ষার্থীকে চিন্তামুক্ত রাখবেন। পরীক্ষার হলে গিয়ে নার্ভাস হওয়া চলবে না, আত্মবিশ্বাস রাখতে হবে। হাতের লেখার প্রতি যতœশীল হওয়া প্রয়োজন। একেকটি পৃষ্ঠায় যেন ১২-১৫ লাইনের বেশি বা কম না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সবাই সু¯’ থাকো এবং পরীক্ষায় আশানুরূপ ফলাফল অর্জন করবে এ কামনা করছি।