দামুড়হুদার জয়রামপুরে চালভর্তি পাওয়ারটিলারের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ : আহত ৩

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার চুয়াডাঙ্গা-দর্শনা সড়কে জয়রামপুর চায়ের দোকানের অদূরে চালভর্তি পাওয়ারটিলারের সাথে চলন্ত মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে জয়রামপুর চায়ের দোকানের অদূরে এ দুর্ঘটনার ঘটনা ঘটে। মুখোমুখি সংঘর্ষে প্রাণহানির ঘটনা না ঘটলেও দুর্ঘটনা কবলিত চালভর্তি পাওয়ারটিলারটি সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায় এবং অল্পের জন্য প্রাণে বেঁচে যায় দু’মোটরসাইকেল আরোহী চুয়াডাঙ্গা জেলা সদরের দিগরী ইসলামপাড়ার আব্দুর রশিদের ছেলে সুলতান এবং একই গ্রামের মফিজুল ইসলামের ছেলে মনোয়ার হোসেন। স্থানীয়রা আহত দু’মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এবং পাওয়ারটিলার চালক আরিফকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। আহত ৩ জনই চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে বলে জানিয়েছেন দামুড়হুদা মডেল থানার এসআই মেজবাহুর রহমান।