এএসআই আবুল বাশার নিহত : আলমডাঙ্গায় শোক

মেহেরপুর থেকে খুলনার পথে ঝিনাইদহের বারোবাজারে সড়ক দুর্ঘটনার শিকার

ঝিনাইদাহ প্রতিনিধি: মেহেরপুর থেকে খুলনার উদ্দেশে রওনা হয়ে ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এএসআই আবুল বাশার। তিনি চুয়াডাঙ্গা আলমডাঙ্গার আইলহাস গ্রামের আফিজদ্দিন বিশ^াসের ছেলে। আজ মঙ্গলবার নিজ গ্রামে মরদেহ নেয়া হতে পারে।
জানা গেছে, মেহেরপুর থেকে খুলনার আদালতে সাক্ষ্য দেয়ার জন্য গতকাল সোমবার রওনা হন। তিনি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার নামকস্থানে দুর্ঘটনার শিকার হন। তাকে উদ্ধার করে নেয়া হয় যশোর হাসপাতালে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরি ভিত্তিতে ঢাকায় নেয়ার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক। ঢাকায় নেয়ার পথে মারা যান এএসআই আবুল বাশার। এ খবর তার সহকর্মীদের মাঝে পৌঁছুলে শোকের ছায়া নেমে আসে। নিজ গ্রামে আইলহাসে নিকটজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে ওঠে।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, সড়ক দুর্ঘটনায় নিহত আবুল বাশার আলমডাঙ্গা উপজেলার আইলহাস গ্রামের আফিজদ্দিন বিশ^াসের ছেলে। তিনি মেহেরপুর জেলার গাংনী উপজেলার ধলা পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন। আজ মঙ্গলবার ভোরে নিহত আবুল বাশারের লাশ নিজ গ্রামে নেয়া হতে পারে বলে জানিয়েছে তার পরিবার। গ্রামেই দাফনের প্রস্তুতি নেয়া হয়েছে।