স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির সাথে সৌজন্য শুভেচ্ছা বিনিময় করেছেন চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। গতকাল সোমবার সন্ধ্যায় হুইপ মহোদয়ের বাসভবনে এ শুভেচ্ছা বিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময়কালে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাড. আ.স.ম. আব্দুর রউফসহ সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাড.শামসুজ্জোহা (পিপি), অ্যাড. বেলাল হোসেন, কার্যনির্বাহী সদস্য অ্যাড. আবু তালেব বিশ্বাস, অ্যাড. আব্দুল মালেক ও অ্যাড. তালিম হোসেন উপস্থিত ছিলেন।
এ সময় জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. আ.স.ম. আব্দুর রউফ চুয়াডাঙ্গা বার ভবনের সার্বিক উন্নয়নে সহযোগীতার জন্য হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শুভেচ্ছা জানান। এছাড়া নতুন বার ভবন নির্মাণে সরকারের সহায়তা ১ কোটি ২৫ লাখ টাকা পাবার ব্যাপারে সার্বিক সহযোগীতার আশ্বাস দেন সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি।