ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার কোমরপুরে ছেলের হাতে বাবা ও বড় ভাইসহ ৩জন গুরুতর জখম হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কোমরপুর স্কুলপাড়ার কালু শেখের ছেলে আমিরুল ইসলাম কিছু দিন আগে জমি বিক্রি করেন। সেই টাকা ছেলেদের মাঝে ভাগবাটোয়ারা না করায় ক্ষিপ্ত হয়ে ছোট ছেলে জহিরুল ইসলাম দেশীয় অস্ত্র দিয়ে তার শরীরে আঘাত করে। এসময় বড় ছেলে কলেজ ছাত্র আজিজুল ইসলাম এগিয়ে এলে কাঠের বাটাম দিয়ে তাকেও পিটিয়ে রক্তাক্ত জখম করে। তাদের চিৎকারে মজিবার নামে এক প্রতিবেশী উদ্ধার করতে এলে তাকেও পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে দামুডহুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক জানান আজিজুলের ডান হাত ভেঙে গেছে।