আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা হাটবোয়ালিয়া বাজারে পাহারাদার থাকা সত্ত্বেও জুনায়েত ডেকোরেটর ও সুজন মাইক ঘরে চুরি সংগঠিত হয়েছে। গত শনি বা রোববার রাতে সুযোগ সন্ধানী চোরচক্র দোকানে চুরি করে বলে দোকানিদ্বয়ের ধারণা।
জানা গেছে, উপজেলার হাটবোয়ালিয়া বাজারে দীর্ঘদিন ধরে সুজন মাহমুদ জুনায়েত ডেকোরেটর ও সুজন মাইক ঘর দিয়ে ব্যবসা করছেন। বাজারে বেশ কয়েকজন পাহারাদার আছেন। তারা নিয়মিত বাজার পাহারা করেন। গত শনিবার জুনায়েত ও সুজন রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরেন। গতকাল সোমবার সকালে দোকান খুলে দেখেন দোকানে চুরি হয়েছে।