স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা থেকে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইক উল্টে স্কুলছাত্রীসহ ৪ জন যাত্রী আহত হয়েছে। আহতরা হলেন, চুয়াডাঙ্গা জেলা সদরের মোমিনপুর ইউনিয়নের বোয়ালমারী পশ্চিমপাড়ার মৃত আয়ুব নবীর ছেলে মুক্তার আলী (৪০) তার স্ত্রী মুন্নি খাতুন (৩৫) এবং আলমডাঙ্গা থানার বটিয়াপাড়ার গোলজার হোসেনের স্ত্রী রোকেয়া বেগম (৫৫) তার মেয়ে বটিয়াপাড়া হাইস্কুলের ১০ম শ্রেণির ছাত্রী ঊষা খাতুন (১৬)। গতকাল সোমবার আহতদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যায় বোয়ালমারীর মুক্তার আলী তার স্ত্রী মুন্নি খাতুনকে নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রোগী দেখে বাড়ি ফিরছিলেন এবং রোকেয়া বেগম তার মেয়ে ঊষা খাতুনকে সাথে নিয়ে বাড়ি ফিরছিলেন চুয়াডাঙ্গা বড়বাজার থেকে। তারা সবাই মিলে একসাথে চুয়াডাঙ্গা একাডেমি মোড় থেকে ইজিবাইকে ওঠে। পথিমধ্যে বেলা ৫টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের পটলা পিরের আস্তানা নামকস্থানে পৌঁছুলে একটি মোটরসাইকেলের সাইড দিতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটি সড়কের ওপর উল্টে ৪ জন যাত্রী আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। বোয়ালমারীর মুক্তার আলী ও তার স্ত্রী মুন্নি খাতুন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও বটিয়াপাড়ার রোকেয়া বেগম ও তার মেয়ে ঊষা খাতুনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।