মেহেরপুরে স্কুলছাত্রী অপহরণ মামলার রায় ঘোষণা
মেহেরপুর অফিস: মেহেরপুরে স্কুলছাত্রী অপহরণ প্রমাণিত হওয়ায় খাইরুল ইসলাম নামের এক যুবকের ১৪ বছর সশ্রম কারাদণ্ডাদেশ ও ২০ হাজার টাকা জরিমানা আদায়ের নির্দেশ দেয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরের দিকে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক মোহা. গাজী রহমান এ রায় দেন। দণ্ডিত খাইরুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার উজুলপুর গ্রামের আসাদুল হকের ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৩ সালের ৬ জুন মেহেরপুর সদর উপজেলার সুবিদপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী একই গ্রামের লুৎফর রহমানের মেয়েকে অপহরণ করেন খাইরুল ইসলাম। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন অপহৃতার পিতা লুৎফর রহমান। তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। মামলায় মোট ৭ জন স্বাক্ষী আদালতে সাক্ষ্যপ্রদান করেন। মামলার নথি পর্যালোচনা ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে বিজ্ঞ বিচারক ওই রায় দেন। মামলায় রাষ্ট্রপক্ষের কৌসুলী ছিলেন পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য আর আসামি পক্ষে কৌসুলী ছিলেন অ্যাড. মিয়াজান আলী।