মেহেরপুর অফিস: মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজের জন্য ১২ কক্ষ বিশিষ্ট ৪ তলা ভবন নির্মাণে সরকারি ৩ কোটি ৪৬ লাখ টাকা বরাদ্দ দেয়ার খবরে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেনকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল রোববার দুপুরের দিকে প্রতিষ্ঠান চত্বরে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে তার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তাকে সংবর্ধনা দেয়া হয়। এ সময় প্রতিষ্ঠানের কার্যনির্বাহী কমিটির সভাপতি শামীম আরা হীরর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মহাঃ আখতারুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেহেরপর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন বলেন, মেহেরপুর জেলা সদরে অবস্থিত নারী শিক্ষার একমাত্র বেসরকারি এ প্রতিষ্ঠানটির চারতলা একটি ভবন নির্মাণের জন্য সরকার ৩ কোটি ৪৬ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। চলতি বছরে এ কাজের টেন্ডার হবে ও ওয়ার্ক অর্ডার পাবে। তিনি বলেন, বাংলাদেশের মেয়েরা দেশের প্রধানমন্ত্রী, সংসদের স্পিকার ও বিরোধী দলীয় নেত্রী। একদিন এ দেশের প্রেসিডেন্টও হবে নারী। বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে। শিক্ষার্থীদের খেলাধুলাসহ অন্যান্য কার্যক্রমের জন্য মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজ ইতঃমধ্যে বাংলাদেশের বিভিন্ন স্থানে পরিচিতি পেয়েছে। আমরা চাইবো এ শিক্ষা প্রতিষ্ঠানের মেয়েরা লেখাপড়ায় আরও ভালো হবে। ভালো রেজাল্ট করে প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং অভিভাবকদের মুখ উজ্জ্বল করবে।
এর আগে প্রধান অতিথি অধ্যাপক ফরহাদ হোসেন এমপি প্রতিষ্ঠান চত্বরে পৌঁছুলে প্রতিষ্ঠানের গার্লস গাইডস এবং গার্ল ইন স্কাউট দল তাকে গার্ড অব অনার দেন। প্রধান অতিথি গার্ড পরিদর্শন করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি বাঁধন, প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও ছাত্রীবৃন্দ।
অপরদিকে, মেহেরপুর সদর উপজেলা ও মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্রামের দুস্থ অসহায় ও রোগাক্রান্ত প্রায় ২৫ জন মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে প্রায় ১০ লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে। গতকাল রোববার দুপুরে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন বাসভবনস্থ কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে এ চেক বিতরন করেন। এ সময় জেলা আওয়ামী লীগের উপদেষ্টা জালাল আকবরসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।