ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার কোমরপুর গ্রামের আলোচিত মক্ষিরানী নাজমা খাতুন ভুতির ঘরে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্হায় উৎসুক জনতার হাতে আটক হয় একই গ্রামের লেবার রমজান। পরে বে-রসিক জনতা সুন্নত আলীর ছেলে ৩ সন্তানের জনক লেবার রমজান (৪৫) কে কার্পাসডাঙ্গা পুলিশে সৌপর্দ করে। ঘটনাটিঘটেছে শনিবার দিনগত রাতে। গতকাল সকালে স্হানীয় ইউপি সদস্য মনিরুজ্জামান মন্টু ও স্হানীয় গন্যমান্য ব্যক্তিদের উপস্হিতিতে উভয়ের মধ্যে আপোষ মিমাংসা করে মোচলেখা দিয়ে আটককৃত রমজানকে ছাড়িয়ে নিয়ে যায়। আটককৃত রমজান এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন আমি রাতে ওর বাড়ির পাশদিয়ে বাড়িতে যাচ্ছিলাম। তার ডাকে সাড়া দিয়ে ওর ঘরে যায়। কথা বলছি এমন সময় কয়েক যুবক ঘরের শিকঁল তুলে দিয়েছে। এ বিষয়ে কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ আসাদ প্রতিবেদককে জানান আটককৃত রমজানের বিরুদ্ধে বাদি কোন অভিযোগ না থাকায় স্হানীয় ইউপি সদস্যের ও গন্যমান্য ব্যক্তিদের জিম্মায় ছেড়ে দিই।
দামুহুদার কোমরপুরে মধুপান করতে গিয়ে গ্যাঁড়াকলে লেবার রমজান
ভ্রাম্যমাণ প্রতিনিধি :-দামুড়হুদার কোমরপুর গ্রামের আলোচিত মক্ষিরানী নাজমা খাতুন ভুতির ঘরে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্হায় উৎসুক জনতার হাতে আটক হয় একই গ্রামের লেবার রমজান। পরে বে-রসিক জনতা সুন্নত আলীর ছেলে ৩ সন্তানের জনক লেবার রমজান (৪৫) কে কার্পাসডাঙ্গা পুলিশ ক্যা্ম্েপ সৌপদ করে। ঘটনাটিঘটেছে শনিবার দিনগত রাতে। গতকাল সকালে স্হানীয় ইউপি সদস্য মনিরুজ্জামান মন্টু ও স্হানীয় গন্যমান্য ব্যক্তিদের উপস্হিতিতে উভয়ের মধ্যে আপোষ মিমাংসা করে মোচলেখা দিয়ে আটককৃত রমজানকে ছাড়িয়ে নিয়ে যায়। আটককৃত রমজান এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন আমি রাতে ওর বাড়ির পাশদিয়ে বাড়িতে যাচ্ছিলাম। তার ডাকে সাড়া দিয়ে ওর ঘরে যায়। কথা বলছি এমন সময় কয়েক যুবক ঘরের শিকঁল তুলে দিয়েছে। এ বিষয়ে কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ আসাদ প্রতিবেদককে জানান আটককৃত রমজানের বিরুদ্ধে বাদি কোন অভিযোগ না থাকায় স্হানীয় ইউপি সদস্যের ও গন্যমান্য ব্যক্তিদের জিম্মায় ছেড়ে দিই।
দামুহুদার কোমরপুরে মধুপান করতে গিয়ে গ্যাঁড়াকলে লেবার রমজান
ভ্রাম্যমাণ প্রতিনিধি :-দামুড়হুদার কোমরপুর গ্রামের আলোচিত মক্ষিরানী নাজমা খাতুন ভুতির ঘরে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্হায় উৎসুক জনতার হাতে আটক হয় একই গ্রামের লেবার রমজান। পরে বে-রসিক জনতা সুন্নত আলীর ছেলে ৩ সন্তানের জনক লেবার রমজান (৪৫) কে কার্পাসডাঙ্গা পুলিশে সৌপর্দ করে। ঘটনাটিঘটেছে শনিবার দিনগত রাতে। গতকাল সকালে স্হানীয় ইউপি সদস্য মনিরুজ্জামান মন্টু ও স্হানীয় গন্যমান্য ব্যক্তিদের উপস্হিতিতে উভয়ের মধ্যে আপোষ মিমাংসা করে মোচলেখা দিয়ে আটককৃত রমজানকে ছাড়িয়ে নিয়ে যায়। আটককৃত রমজান এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন আমি রাতে ওর বাড়ির পাশদিয়ে বাড়িতে যাচ্ছিলাম। তার ডাকে সাড়া দিয়ে ওর ঘরে যায়। কথা বলছি এমন সময় কয়েক যুবক ঘরের শিকঁল তুলে দিয়েছে। এ বিষয়ে কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ আসাদ প্রতিবেদককে জানান আটককৃত রমজানের বিরুদ্ধে বাদি কোন অভিযোগ না থাকায় স্হানীয় ইউপি সদস্যের ও গন্যমান্য ব্যক্তিদের জিম্মায় ছেড়ে দিই।