ডিঙ্গেদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ এরশাদুল কবীর চৌধুরীর হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেলো জাফরপুর স্টেডিয়ামপাড়ার জাফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী জ্যোতি খাতুন (১১)।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের শঙ্করচন্দ্র ইউনিয়নের জাফরপুর স্টেডিয়ামপাড়ার মো. গেদা আলীর মেয়ে জাফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী জ্যোতির বিয়ের দিন ধার্য ছিলো গতকাল শুক্রবার। শঙ্করচন্দ্র ইউনিয়ন জিসিএ প্রতিনিধিগণ চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ এরশাদুল কবীর চৌধুরীকে জানালে তিনি এসআই রবিউল ইসলামকে বিয়ে বন্ধের নির্দেশ দেন। এসআই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মেয়ের বাড়িতে পৌঁছুলে কনের পিতা ভয়ে আত্মগোপন করেন। এ সময় মেয়ের পিতা গেদাকে না পেয়ে কনের মা ও আত্মীয়স্বজনকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে বোঝানোর পর তারা তাদের মেয়ে জ্যোতিকে বিয়ে দেবে না বলে প্রতিশ্রুতি দেন। পরে যাতে গোপনে বাল্যবিয়ে না দেয় সে বিষয়ে পৌর কাউন্সিলর লিটু বিশ্বাস ও শঙ্করচন্দ্র ইউনিয়নের মহিলা মেম্বার রোজিনা খাতুনের ওপর দায়িত্ব প্রদান করা হয়।