কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের বুইচিতলায় ৫ বিঘা জমির মসুরিক্ষেত বিষ দিয়ে বিনষ্ট করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী কৃষক দামুড়হুদা মডেল থানায় ৬ জনের নামে মামলা দায়ের করেছেন।
অভিযোগসূত্রে জানা গেছে, গত শুক্রবার গভীর রাতে বুইচিতলার রূপমহল মাঠে বুইচিতলা গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে আব্দুর রহিমের সাড়ে ৫ বিঘা জমিতে মসুরিক্ষেত আছে। ওই ক্ষেত বিষ প্রয়োগ করে মেরে ফেলা হয়েছে। ক্ষেত বিনষ্ট করার অভিযোগে আব্দুর রহিম গতকাল শনিবার দামুড়হুদা মডেল থানায় একই গ্রামের মৃত লালু গাইনের ছেলে আশাদুল, রায়হান, তৈমুর, বজলুর রহমানের ছেলে মিজান, আশাদুলের ছেলে পান্না ও রায়হানের ছেলে আকাশসহ ৬ জনের নামে মামলা দায়ের করেছেন। আব্দুর রহিম জানান, প্রত্যেক মরসুমে এই জমিতে তারা এভাবে বিষ প্রয়োগ করে আমার ফসল নষ্ট করে দেয়। এতে আমি আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়েছি।