কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার নাটুদাহ ইউনিয়নের চারুলিয়া গ্রামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। উপজেলার নাটুদাহ ইউনিয়নের মৃত নুর ইসলামের মেয়ে এসএসসি পরিক্ষার্থী স্বপ্না খাতুন (১৫)। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে সকলের অজান্তে নিজ ঘরের আড়ার সাথে ওরনা পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করার পর দেখতে পায় সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে পরিবারের লোকজন। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মৃত স্বপ্নার পরিবারের লোকজন জানান সে দীর্ঘদিন মৃগীরোগে ভুগছিলো।