সিনেটে বাজেট বিল ব্যর্থ হওয়ায় মার্কিন সরকার অচল
মাথাভাঙ্গা মনিটর: সরকারের বাজেট বাড়ানো নিয়ে যুক্তরাষ্ট্রের সিনেটে উত্থাপিত একটি বিল পাস না হওয়ায় দেশটির সরকারি কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হয়েছে আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারের বাজেট বাড়ানো নিয়ে প্রস্তাবিত ওই বিল সিনেটে প্রয়োজনীয় ৬০ ভোট পায়নি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম হোয়াইট হাউজ ও কংগ্রেস একই দলে নিয়ন্ত্রণে থাকার পরও সরকারের বাজেট বাড়ানোর বিল অনুমোদন পেতে ব্যর্থ হলো। এজন্য ডেমক্রেটদের দায়ী করে হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়, ‘তারা তাদের বেপরোয়া দাবির নিচে বৈধ নাগরিকদের জিম্মি করে রেখেছে।’ ‘তারা রাজনীতিকে সব কিছুর উওপরে রাখেছে। তারা জাতীয় নিরাপত্তা, সামরিক ব্যবস্থা, অরক্ষিত শিশু এবং দেশকে তার সব নাগরিকের সেবা করতে সক্ষম রাখার বিষয়গুলোকে অবহেলা করেছে।’ অন্যদিকে সিনেটে ডেমক্রেটিক নেতা চাক স্চুমার বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিলটি মেনে নিতে কংগ্রেসে তার দলকে ‘প্রভাবিত করতে ব্যর্থ হয়েছেন’। আগামী মাস পর্যন্ত সরকারের বাজেট বাড়ানোর বিল পাসের শেষ সময় ছিলো শুক্রবার মধ্যরাত। কিন্তু শেষ মুহূর্তেও বিলের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে রিপাবলিকান ও ডেমক্রেট সিনেটরদের মধ্যে তীব্র মতবিরোধ থাকায় সংখ্যাগরিষ্ঠ রিপাবলিক সিনেটরদের নেতা মিচ ম্যাককনেল ভোটের সিদ্ধান্ত নেন।
গুলি করে অধ্যক্ষকে হত্যা করলো ছাত্র
মাথাভাঙ্গা মনিটর: স্কুলের অধ্যক্ষকে রিভলবার দিয়ে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে ওই স্কুলের দ্বাদশ শ্রেণির এক ছাত্রের বিরুদ্ধে। গতকাল শনিবার ভারতে হরিয়ানার যমুনানগর এলাকার স্বামী বিবেকানন্দ পাবলিক স্কুলে এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই ওই ছাত্রকে আটক করা হয়েছে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, বাণিজ্য বিভাগের ওই ছাত্রের ক্লাসে উপস্থিতির হার একদম কম। এ ছাড়া সে স্কুলে ঝামেলা করতো। এ কারণে প্রায় ১৫ দিন আগে তাকে স্কুল থেকে বহিষ্কার করা হয়। পুলিশ জানায়, স্কুল থেকে বহিষ্কার হওয়ার অপমানে ওই ছাত্র তার বাবার লাইসেন্স করা রিভলবার দিয়ে অধ্যক্ষ রিতু ছাবরাকে পর পর তিনটি গুলি করেন। পরে তাকে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।
পশ্চিমবঙ্গে বাস জলাশয়ে পড়ে নিহত ৭
মাথাভাঙ্গা মনিটর: ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ শহরে একটি যাত্রীবাহী বাস জলাশয়ে পড়ে কমপক্ষে ৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন। গতকাল শনিবার ভোর ৫টার দিকে শহরের বেলডাঙার নয়ানজুলি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ঘন কুয়াশার কারণে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের জলাশয়ে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাত যাত্রী নিহত হয়।
আহতদের স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে নয় জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, যাত্রীবাহী বাসটি দ্রুতগতিতে মহাসড়ক দিয়ে যাচ্ছিলো। এ সময় বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের জলাশয়ে পড়ে যায়।
কাতারে কারাবন্দী ১৮৭ বাংলাদেশি
মাথাভাঙ্গা মনিটর: বর্তমানে কাতারের জেলখানায় বন্দী রয়েছেন ১৮৭ জন বাংলাদেশি কয়েদি। বিভিন্ন অপরাধে দণ্ডিত হয়ে তাদের মধ্যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দী যেমন রয়েছেন, তেমনি ছয় মাস বা এক বছর মেয়াদে সাজাপ্রাপ্ত আসামিও আছেন। কাতারের বাংলাদেশ দূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে। সাজাপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে মদ-গাঁজা বিক্রি, বহন, সেবন-এ-সম্পর্কিত অপরাধে আটকের সংখ্যাই সবচেয়ে বেশি। তালিকায় ৩ থেকে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত মেয়াদে দণ্ডিত কয়েদি রয়েছেন ৯১ জন। এছাড়া ইয়াবা সম্পর্কিত মামলায় সাজাপ্রাপ্ত কয়েদি আছেন আরও ১০ জন।
দূতাবাস সূত্রে জানা গেছে, কাতারে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুজন বাংলাদেশি কয়েদি রয়েছেন। যৌন হয়রানির অপরাধে এক থেকে তিন বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত কয়েদি রয়েছেন সাতজন। সমানসংখ্যক কয়েদি রয়েছেন চেক জালিয়াতির অপরাধে। তাদের সাজার মেয়াদ এক থেকে তিন বছর পর্যন্ত।