কুড়ুলগাছি প্রতিনিধি: মাদককে না বলি, বাল্যবিয়েকে পরিহার করি এই স্লোগানকে সামনে রেখে দামুড়হুদার কুড়ুলগাছি ইউনিয়নের কুড়ুলগাছি যুবকদের উদ্যোগে অনুষ্ঠিত প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় সৈনিক একাদশ চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে। খেলায় সৈনিক একাদশ ২৭ রানে জয়লাভ করেছে। গতকাল শুক্রবার বিকেল ৩টার সময় কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয়মাঠে টস জিতে প্রথমে সৈনিক একাদশ ব্যাট করে নির্ধারিত ১৫ ওভারে ১৬৪ রান করে। ১৬৪ রানের লক্ষ্যমাত্রা নিয়ে রয়েল বেঙ্গল টাইগার ১৪ ওভার ১ বলে ১৩৭ রানে অলআউট হয়ে যায়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মাথাভাঙ্গার কুড়ুলগাছি প্রতিনিধি ও দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাসেমরেজা-হাসমত। এছাড়াও উপস্থিত ছিলেন কুড়ুলগাছি প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্টের সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক কার্পাসডাঙ্গা মহাবিদ্যালয়ের প্রভাষক মোকছেদুল মালিতা, রামপাল, কিরণ, তোতা, তানভির, তাজমির প্রমুখ। ম্যান অব দ্য ম্যাচ হন কৃষ্ণ গোপাল, ম্যান অব দ্য সিরিজ হন মোকছেদ। খেলাটি পরিচালনা করেন আশরাফুল আলম ও আলামিন।