চুয়াডাঙ্গার সরিষাডাঙ্গায় হাজি আব্দুল মান্নান বিশ্বাসের স্মরণে দোয়ার অনুষ্ঠান : জেলা পরিষদ চেয়ারম্যানের শোক প্রকাশ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গা গ্রামের হাজি আব্দুল মান্নান বিশ্বাসের স্মরণে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ আছর সরিষাডাঙ্গায় মরহুমের প্রতিষ্ঠিত মাদরাসায় এ দোয়ার অনুষ্ঠিত হয়। মরহুম হাজি আব্দুল মান্নান বিশ্বাস জেলা পরিষদের ২নং ওয়ার্ড সদস্য মাফলুকাতুর রহমান সাজু’র পিতা।
মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার, জেলা পরিষদের ১নং ওয়ার্ড সদস্য শহিদুল ইসলাম শাহান, জেলা পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য খলিলুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদউজ্জামান লিটু, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রামবাসীরা উপস্থিত ছিলেন।
এদিকে, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সম্মানিত সদস্য মাফলুকাতুর রহমান সাজু’র পিতা হাজি আব্দুল মান্নান বিশ্বাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শেখ সামসুল আবেদীন খোকন। আত্মার মাগফেরাত কামনা করে মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। প্রসঙ্গত: গত বৃহস্পতিবার হাজি আব্দুল মান্নান বিশ্বাস ইন্তেকাল করেন।

Leave a comment