এবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতি চুয়ডাঙ্গা জেলা শাখার জরুরিসভা
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ এবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে সংযুক্ত মাদরাসা শিক্ষকদের জরুরিসভা অনুষ্ঠিত হয়েছে। জরুরিসভায় সংযুক্ত এবতেদায়ি মাদরাসা জাতীয়করণ না করলে জেলা সম্মেলনের হুমকি দিয়েছেন শিক্ষক নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় চুয়াডাঙ্গা রেলবাজার ফাজিল মাদরাসার সম্মেলন কক্ষে মাওলানা মোশারফ হোসেনের সভাপতিত্বে সভায় ৬ দফা দাবিসহ অবিলম্বে কম্বাইন্ড মাদরাসার এবতেদায়ি বিভাগকে জাতীয়করণের দাবি জানান শিক্ষক নেতারা। সভাপতি মোশারফ হোসেন বলেন, বর্তমান সরকার শিক্ষকদের বিষয়ে আন্তরিক ও মানবিক। এ মানবিকতা আরও বাড়িয়ে প্রাইমারি শিক্ষকদের মতো এবতেদায়ি মাদরাসা শিক্ষকদের জাতীয়করণ করে মাদরাসা শিক্ষাকে আরও বেগবান করবেন বলে আমরা আশা করি। আমাদের ন্যায্য দাবিগুলো সরকার বাহাদুর বুঝবেন ও পূরণ করবেন। সভায় শিক্ষক নেতাদের মধ্যে বক্তব্য রাখেন আবুবকর মাস্টার, মাও. আ. ছাত্তার, মুন্সি মজিবুর রহমান ও সাইফুল ইসলাম। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মাও. নুর আলী বিশ্বাস।