বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাইফুল আজম মিন্টুর সভাপতিত্বে অভিভাবকদের উদ্দেশে শিক্ষার মানোন্নয়নের বিষয়ে আলোচনা করেন প্রধান শিক্ষক আনোয়ার হোসেন স্বপন, সহপ্রধান শিক্ষক আলী হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শাহীন আহম্মেদ, মিল্টন বিশ্বাস, মিঠু মিয়া, নিয়ামত আলী, সিনিয়র শিক্ষক শফিকুল ইসলাম, আলী বাসার, ওয়াজেদ আলী প্রমুখ।