স্টাফ রিপোর্টার: দর্শনা হাজিপাড়ার লেবানন প্রবাসী জামাল হোসেনের স্ত্রী রুবিনাকে মেরে আহত করেছেন ভাসুর জাহাঙ্গীর হোসেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মেরে আহত করা হলে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়েছে।
প্রবাসীর স্ত্রী রুবিনা খাতুনের শয্যাপাশে থাকা লোকজন ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেছেন, রুবিনার এক বোন সুমি কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সুমি বমি করতে শুরু করলে রুবিনার স্বামীর বড় ভাই তথা ভাসুর জাহাঙ্গীর কটুক্তি করেন। তিনি বলেন, জ্বর নাকি অন্য কিছু তা দেখছে কে? এ নিয়ে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে জাহাঙ্গীর তার ছোটভাই প্রবাসী জামালের স্ত্রী রুবিনাকে মেরে আহত করে।