দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা মডেল থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে নূর ইসলাম (৫৫) ও জামাল (৪৫) নামের দু’গাঁজা বিক্রেতাকে ১শ’ গ্রাম গাঁজাসহ আটক করেছে। গতকাল বুধবার রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার এএসআই এজাজ ও এএসআই সবেদ আলী দর্শনা শান্তিপাড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১শ’ গ্রাম গাঁজাসহ ওই দুজনকে আটক করেন। আটক নূর ইসলাম দর্শনা বাসস্ট্যান্ডপাড়ার মৃত আব্দুস সাত্তারের ছেলে এবং জামাল দর্শনা হঠাৎপাড়ার মৃত আমির আলীর ছেলে। এ ঘটনায় আটককৃতদের নামে মামলা করেছে পুলিশ। দামুড়হুদা মডেল থানার ওসি মোহাম্মদ আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন আজ বৃহস্পতিবার তাদের আদালতে সোপর্দ করা হবে।