আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার কালিদাপসুর ইউনিয়নের দরিদ্র মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে ১৮ জন দরিদ্র মহিলার হাতে সেলাই মেশিন তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান। কালিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু ও যুগ্ম সম্পাদক প্রশান্ত বিশ^াস। ইউপি সচিব আব্দুস সামাদের পরিচালনায় বক্তব্য রাখেন ইউপি সদস্য আবু জাফর, মাসুদ রানা, হাসিবুল ইসলাম, আইয়ুব আলী, মিজানুর রহমান জমির, জয়নাল আবেদিন, আফিল উদ্দিন, হাসিবুল ইসলাম ম-ল, হাজেরা খাতুন, শ্যামলী খাতুন, নুর বানু প্রমুখ।