স্টাফ রিপোর্টার: ঝিনাইদহ সদর উপজেলার বাজারগোপালপুর গ্রামের সাব্দার আলি (৪২) ও দূর্গাপুর গ্রামের কবির হোসেনকে (৩০) গ্রেফতার করেছে ঝিনাইদহ পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহের কোটচাঁদপুর থানা পুলিশ সদর উপজেলার বাজারগোপালপুর থেকে দু’জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারের পর তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিভিন্ন অপরাধ অপকর্মের সাথে জড়িত এবং কয়েকজন সহযোগিদের নাম প্রকাশ করেছে।
পুলিশ জানান, ঝিনাইদহ জেলার সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের বাজারগোপালপুর গ্রামের ইচাহক আলির ছেলে সাব্দার আলি এবং দুর্গাপুর গ্রামের আবুুল কাশেমের ছেলে কবির হোসেন ডাকাতি মামলায় ওয়ান্টেড আসামি। এছাড়া তাদের বিরুদ্ধে প্রশাসনের নিকট বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। তারা দিনে স্বাভাবিক জীবন যাপনের আড়ালে দীর্ঘদিন ধরে রাতে অপরাধ অপরাধমূলক কর্মকা- ঘটিয়ে আসছে বলে জানিয়েছেন পুলিশ। গত মঙ্গলবার গ্রেফতারের পর তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত এবং কয়েকজন সহযোগিদের নাম প্রকাশ করেছেন। গতকাল বুধবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। বিজ্ঞ আদালত তাদের জমিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছেন।