আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা শহরের সদালাপি যুবক বেলগাছি ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টুর ছোটভাই হারুন-অর রশিদ মারা গেছেন। তিনি আলমডাঙ্গা মাছ বাজারের মৃত কোরবান আলী বিশ্বাসের ছেলে। গতকাল ১৮ জানুয়ারি রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি —রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৭ বছর। তিনি দীর্ঘদিন ধরে জটিল কিডনি রোগ ও ডায়াবেটিকসে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি মা, ৫ ভাই, ৩ বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিকসূত্রে জানা গেছে, মরহুমের অস্ট্রেলিয়া প্রবাসী মা, ৪ ভাই-ভাবি ও ভাইয়ের ছেলে-মেয়েরা দেশে ফেরার পর লাশ দাফন করা হবে। আগামী ২০ জানুয়ারি বাদ আসর স্থানীয় দারুস সালাম ময়দানে লাশ দাফন করা হতে পারে। মরহুমের আত্মার মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে।