আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার আসমানখালী মোচাইনগর সরকারি প্রথমিক বিদ্যালয় থেকে বাক ও শ্রবণ প্রতিবন্ধী অভাবনীয় সাফল্য অর্জন করেছে। মোচাইনগর সরকারি প্রথমিক বিদ্যালয় থেকে ২০১৭ সালে পিইসি পরিক্ষায় অংশ নিয়ে জিপিএ-৪ পেয়ে সাফল্য অর্জন করেছে বর্ষা খাতুন । সে মোচাইনগর গ্রামের ঝোড়পাড়ার সোহেল রানার বাক ও শ্রবণ প্রতিবন্ধী কন্যা। সে জিপিএ-৪ পয়েন্ট পেয়েছে বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ ও বিদ্যালয়ের সভাপতিসহ পিতা-মাতা ও সকল শিক্ষক তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন ।