শামীম ওসমান ও আইভীকে ঢাকায় তলব
স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ শহরে গত মঙ্গলবার বিকেলে সাংসদ শামীম ওসমান ও সিটি মেয়র সেলিনা হায়াত আইভী সমর্থকদের মধ্যে ফুটপথে হকার বসানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নারায়ণগঞ্জে উত্তেজনা বিরাজ করছে। এই অবস্থায় উভয় পক্ষকে নীরব থাকার নির্দেশ দিয়ে শামীম ওসমান ও আইভীকে গতকাল বুধবার সন্ধ্যার পরে ঢাকায় তলব করা হয়েছে বলে জানা গেছে। নারায়ণগঞ্জ আওয়ামী লীগে উত্তর মেরু-দক্ষিণ মেরু হিসেবে পরিচিত চুনকা পরিবার ও ওসমান পরিবারের দ্বন্দ্ব প্রায় এক বছর পর আবারও প্রকাশ্যে রূপ নিয়েছে। যার পরিণতিতে দু’পক্ষের মধ্যে গুলি বিনিময় ও সংঘর্ষের ঘটনা ঘটে। এক অনুষ্ঠানে মেয়র সেলিনা হায়াত আইভী প্রকাশ্যে সাংসদ শামীম ওসমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার পর এই বিরোধ নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে। নির্বাচনের বছরে আওয়ামী লীগের দুটি অংশের মারমুখী কার্যকলাপ সরকারের ইমেজ ক্ষুণ্ণের পাশাপাশি আওয়ামী লীগকে নারায়ণগঞ্জে দুর্বল করবে এমনটাই ভাবছেন দলীয় নেতা-কর্মীরা। এদিকে শামীম ওসমান ও সেলিনা হায়াত আইভীকে আওয়ামী লীগের কেন্দ্রীয় উচ্চ পর্যায় থেকে তলব করা হয়েছে বলে বিশ্বাসযোগ্য সূত্রে জানা গেছে।
কক্সবাজারে বাসায় একই পরিবারের ৪ জনের লাশ
স্টাফ রিপোর্টার: কক্সবাজারে একই পরিবারের চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।বুধবার সন্ধ্যায় শহরের গোলদিঘির পাড় এলাকায় বসতঘর থেকে স্বামী, স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, দুই সন্তান ও স্ত্রীর হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন সুমন চৌধূরী (৪০) নামে এক ব্যক্তি। নিহতরা হলেন- স্ত্রী বেবী চৌধুরী (৩০) এবং দুই সন্তান অবন্তিকা (৫) ও জ্যোঁতি চৌধুরী (৩)। স্থানীয় পৌর কমিশনার রাজ বিহারী দাশ জানান, দুপুরে খাওয়ার পর তারা একসঙ্গে ঘুমিয়ে পড়েন। সন্ধ্যায় তাদের কোনো সাড়া শব্দ না পাওয়ায় প্রতিবেশীরা থানায় খবর দিলে পুলিশ ঘরের দরজা ভেঙে তাদের লাশ উদ্ধার করে। এ সময় স্বামী সুমন চৌধূরীর লাশ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। কক্সবাজার সদর মডেল থানার ওসি রনজিৎ বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ চারজনের মরদেহ দরজা ভেঙে উদ্ধার করেছে। তিনি জানান, নিহতদের মুখ থেকে বিষের গন্ধ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মা ও দুই শিশুকে খাবারের সঙ্গে বিষ খাইয়ে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছে সুমন। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নির্বাচন না হলে এসএসসি পরীক্ষা আগের রুটিনেই
স্টাফ রিপোর্টার: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ও নতুন যুক্ত হওয়া ওয়ার্ডগুলোর কাউন্সিলর পদে উপনির্বাচন না হলে আসন্ন এসএসসি ও সমমানের ওই দু’দিনের পরীক্ষা পেছাবে না, আগের রুটিনেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। গতকাল বুধবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নির্বাচন কমিশনের অনুরোধে তারা দু’দিনের পরীক্ষা পেছনোর বিষয়ে সম্মতি দিয়েছিলেন। কিন্তু নির্বাচনই যেহেতু আদালতে স্থগিত হয়ে গেছে, সেহেতু সূচি পরিবর্তনের কোনো প্রয়োজন আপাতত হচ্ছে না। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচন এবং দু’সিটির ৩৬ ওয়ার্ডে ভোটের আয়োজন নিয়ে গত ২৬ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ড কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। সেখানে সিদ্ধান্ত হয়, এই নির্বাচন আয়োজনের সুবিধার্থে ২৪ ও ২৫ ফেব্রুয়ারির এসএসসি পরীক্ষা পিছিয়ে দেয়া হবে। সে অনুযায়ী ২৬ ফেব্রুয়ারি ভোটের দিন ঠিক করে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলেও দুই রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট বুধবার ওই নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করে দেয়। উল্লেখ্য, আগামী ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।
ইবির আইন অনুষদের মৌখিক পরীক্ষা স্থগিত
স্টাফ রিপোর্টার: স্থগিত করা হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন অনুষদের পূর্বনির্ধারিত মৌখিক পরীক্ষা। গতকাল বুধবার বেলা ১১টা থেকে শুরু হওয়ার কথা ছিলো। কিন্তু নির্ধারিত সময় শেষ হওয়ার দুই ঘণ্টা পর এ পরীক্ষা হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিভাগ কর্তৃপক্ষ।
আইন ও শরিয়াহ অনুষদভুক্ত আল-ফিকহ্ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগে অপেক্ষমাণ মেধা তালিকার ভর্তিচ্ছুদের মৌখিক পরীক্ষা ছিলো। কিন্তু কি কারণে হঠাৎ এটা স্থগিত করা হয়েছে এমন প্রশ্নের উত্তর দিতে পারেনি কর্তৃপক্ষ। এ বিষয়ে আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. এ কে এম নুরুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে সাক্ষাৎকার স্থগিত করা হয়েছে। কখন এবং কবে থেকে এ পরীক্ষা শুরু করা হবে এ বিষয়ে আমাকে কিছু বলা হয়নি। তবে প্রশাসনের সিদ্ধান্ত পেলেই অপেক্ষমাণ মেধা তালিকা থেকে সাক্ষাৎকার গ্রহণের জন্য আহ্বান করা হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী বলেন, আরবিতে পারদর্শিতার বিষয় নিয়ে একটু সমস্যা সৃষ্টি হয়েছে। দ্রুত সমস্যা সমাধান করে মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।