স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা অভিযান চালিয়ে ২ লিটার অ্যালকোহলসহ মাদকব্যবসায়ী আব্দুল কাদেরকে আটক করেছে। তিনি চুয়াডাঙ্গা জেলা সদরের পদ্মবিলা ইউনিয়নের নফরকান্দি মাঝেরপাড়ার ম”ত কালু মালিথার ছেলে এবং অত্র এলাকার একজন চিহ্নিত মাদকব্যবসায়ী। চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা অ্যালকোহলসহ তাকে তার বাড়ি থেকে আটক করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক বিশ্বাস মফিজুল ইসলাম ও এএসআই আকবর হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে নফরকান্দির আব্দুল কাদেরের বাড়িতে অভিযান চালান। এসময় আব্দুল কাদের পালানোর চেষ্টা করলে তাকে তাড়িয়ে ধরে আটক করা হয়। আব্দুল কাদেরের স্বীকারোক্তিতে তার ঘরের ভেতর লুকানো একটি প্লাষ্টিকের বোতলে রাখা ২ লিটার অ্যালকোহল উদ্ধার করা হয়। গতকাল বিকেলে মামলাসহ তাকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।